পর্ব ২
উড়ন্ত চাকী থেকে ভিনগ্রহের জীবেরা সন্ধান করতে নেমেছে তাদের চরম অশুভ শক্তির পরিনতি কি হয়েছে জানতে। ওদের মারা মুখের কথা নয়, জানাল জেনের বাবা যাকে কিনা টগ ওষুধের যাদুকর বলে ডাকে। তিনি তাদের জোগাড় করতে বললেন একটা অস্ত্র যা কিনা সেই নোংরা লোকেদের গুহার মন্দিরে রাখা আছে যারা সিজিন ২ তে জেনকে বলি দিতে চেয়েছিল। কিন্তু সমস্যা জেনের পিছু ছাড়ে না। অস্ত্র আনতে দুই পা যেতেই বাধা! অথচ হাতে সময় নেই বিশেষ! দেরী করে ফেললে ওরা সবাই তো মরবেই, সেই সঙ্গে এই পুরো জঙ্গলটাই বিনষ্ট হয়ে যাবে।
2nd June, 2024 7:39 PM
Comments
No Comments!